বুলগেরীয় চলচ্চিত্র উৎসবে ‘স্লটার’র প্রিমিয়ার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০১৮
প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে ইরানি ছবি ‘স্লটার’। চলচ্চিত্রটি বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ আরলি বার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের এবারের ১৪তম আসরে লড়বে ছবিটি। শর্ট ফিল্ম ‘স্লটার’ যৌথভাবে পরিচালনা করেছেন সামান হোসেনপুর ও আকো জান্দকারিমি।
চলচ্চিত্রটিতে একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। পরিবারটি কঠিন এক শীতে জীবন-জীবিকার তাগিদে তাদের একমাত্র গরুটি বিক্রি করতে বাধ্য হয়। কিন্তু তাদের ছেলে এতে অখুশি হয়। তাই গরুটিকে ছেড়ে দেয় সে।
আরলি বার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভাল বুলগেরিয়ার সর্ববৃহত ছাত্র বিষয়ক চলচ্চিত্র উৎসব। উৎসবটি ২০০৫ সালে যাত্রা শুরু করে। কেবল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের দর্শকদের কাছে পৌঁছে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আরলি বার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভালের এবারের ১৪তম আসর বসবে ১ নভেম্বর। উৎসবের পর্দা নামবে ৫ নভেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।