বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বুলগেরিয়ায় আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেবে ইরানের কুস্তি দল

পোস্ট হয়েছে: এপ্রিল ৫, ২০২১ 

news-image

বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক কুস্তি ইভেন্টে অংশ নেবে ইরানের ফ্রি স্টাইল ও গ্রেকো-রোমান দল। যার নাম দেয়া হয়েছে ‘ডান কোলোভ-নিকোলা পেটরোভ’।

বুলগেরিয়ার প্লোভদিভ শহরে ৮ থেকে ১১ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন মতে, রাশিয়া, কাজাখস্তান ও জর্জিয়া সহ ২০টি দেশের টিম ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।  

ইরানের ফ্রি স্টাইল দলে রয়েছেন জামাল ইবাদি (৭৪ কেজি), হামিদ জারিনপেইকার (৭৯ কেজি), মোজতাবা গোলাইজ (৯৭ কেজি), এবং আমিন তাহেরি (১২৫ কেজি)।  কোচ হিসেবে থাকছেন তৌরাজ কাফেই এবং মোহাম্মদ আসলানি।

গ্রেকো-রোমান দলে রয়েছেন পৈয়া নাসেরপুর (৬০ কেজি), আরমিন মোহেব সাবিত (৬৩ কেজি), আলী আরসালান (৭২ কেজি), এবং মেহেদী ফাল্লা (৮৭ কেজি) এবং নেতৃত্বে রয়েছেন লোঘম্যান রেজায়ে এবং দাউদ আখবারি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।