শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বুলগেরিয়ার গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে ৫টি ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: জুন ৫, ২০২৪ 

news-image

বুলগেরিয়ার সোফিয়ায় ১ জুন অনুষ্ঠিত ৩য় বার্ষিক গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবে পাঁচটি ইরানি চলচ্চিত্র পুরস্কার জিতেছে। সেরা ছবির পুরষ্কার পেয়েছে সাইয়্যেদ মোর্তেজা ফাতেমির প্রথম ফিচার ফিল্ম “মাদারলেস”, প্রবীণ চলচ্চিত্র নির্মাতা মাসুদ কিমিয়াইয়ের সর্বশেষ চলচ্চিত্র “কিলিং এ ট্রেইটর” জিতেছে হিস্টরিক্যাল এক্সিলেন্স ইন স্টোরিটেলিঙ এওয়ার্ড এবং সেরা ডকুমেন্টারি পুরস্কার পেয়েছে মোহাম্মদ আবেদির “অল দ্য আইজ”।

এছাড়া মাহদি জামানপুর কিসারির “কাল ফাতেমে” এবং জাহরা খোরশিদি পাজির “ইকো” উৎসব থেকে সম্মাননা পেয়েছে।