শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বুদ্ধিমান বালক

পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২০ 

সুজন পারভেজ

এক দরিদ্র ব্যক্তির একটি ছোট ছেলে ছিল। একদিন সে তার ছেলেকে বলল : ‘আজ আমার সাথে এসো, আমরা এক সাথে মানুষের বাগানে গিয়ে ফুল চুরি ও কিছু ফল চুরি করবো।’
অল্প বয়সী ছেলেটি পিতার সাথে যাত্রা শুরু করল। সে জানত যে, এই কাজ সঠিক নয়। কিন্তু সে তার পিতার বিরোধিতা করতে পারল না। যখন ছেলেটি ও তার পিতা গন্তব্যস্থলে পৌঁছল, পিতা তার ছেলেকে বলল : ‘এখানে দাঁড়িয়ে থাক। যদি আশপাশের কেউ আমাদের দূর থেকে দেখে তা হলে আমাকে খবর দেবে।’
ছেলেটি দাঁড়িয়ে ছিল আর তার পিতা গাছ থেকে ফুল তোলায় ব্যস্ত ছিল। কিছু সময় পর ছেলেটি তার পিতাকে বলল : ‘বাবা একজন আমাদেরকে দেখছে!’
তার পিতা এই কথা শুনে ভয় পেল। দ্রুততার সাথে গাছ থেকে নিচে নেমে এল এবং ছেলেকে জিজ্ঞেস করল : ‘ঐ বক্তি কোথায়, যে আমাদের দেখছে ?’
বুদ্ধিমান ছেলেটি বলল : ‘তিনি হলেন খোদা। তিনি সব কিছু দেখেন, সব বিষয়ে অবগত।’
পিতা তার ছেলের গভীর তাৎপর্যপূর্ণ কথা শুনে লজ্জিত হলো। তারপর এ সময় হতে সে আর কখনো চুরি করে নি। কত দ্রুত আমরা বুঝতে সক্ষম হলাম যে, আমাদের এই কাজগুলো কখনো করা উচিত নয়।