বিয়ের জন্যে ইরানে বিলিয়ন ডলারের সুদমুক্ত ঋণ
পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০১৬

ইরান সরকার সবসময় তরুণ তরুণীদের বিয়েতে উৎসাহ দিয়ে থাকে। এজন্যে তরুণ-তরুণীদের বিয়েতে ঋণ দিয়ে থাকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের প্রথম সাত মাসেই এই ঋণের রেকর্ড করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিয়ের জন্যে ৪ লাখ ৪০ হাজার ৩শ’ আবেদনের বিপরীতে ১.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে ইরানের ব্যাংক। এ ঋণ সুদমুক্ত।
২০০৯ সাল থেকে চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার সুদবিহীন ক্ষুদ্র ঋণ দিয়েছে ব্যাংকগুলো। বিয়ে করতে ঋণ চেয়ে এই সময়ের মধ্যে ৮০ লাখ ৩০ হাজার আবেদন জমা পড়ে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায়, তরুণ-তরুণীদের বিয়ের জন্য এর আগে এতো বিপুল পরিমাণে ব্যাংক ঋণ দেওয়া হয়নি। বিয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে ইরান কর্তৃপক্ষ।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন