বিশ্ব সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ইরানের ২৪ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/08/headline.jpeg)
ইনফরমেশন সাইন্স ইনস্টিটিউটের (আইএসআই) এক জরিপ বলছে, বিশ্বের সবচেয়ে কার্যকর শিক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের তালিকায় ইরানের ২৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ইরানের এক শিক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
আইএসআই এর তালিকায় বিশ্বের শিক্ষা কেন্দ্রগুলির শীর্ষ এক শতাংশ বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভক্ত রয়েছে। এই তালিকা প্রতি দুই মাস অন্তর অন্তর হালনাগাদ করা হয়।
রোববার ইসলামিক ওয়ার্ল্ড সাইন্স সিটেশন সেন্টারের (আইএসসি) প্রধান মোহাম্মাদ জাভেদ দেহকানি এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তেহরান মেডিকেল সাইন্স ইউনিভার্সিটি ও ইরান পলিমার অ্যান্ড পেট্রোকেমিকেল ইনস্টিটিউট বিশ্বের শীর্ষ এক শতাংশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
দেহকানি বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই রসায়ন খাতের প্রতিষ্ঠান।
এছাড়া ভূতত্ত্বে তেহরান বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় তালিকায় রয়েছে। গণিতে আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইসলামিক আজাদ ইউনিভার্সিটি বিশ্বের সেরা ১ ভাগ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে। সূত্র: ইরান ডেইলি।