শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব সেরা কুস্তিগিরের জন্য মনোনীত ইরানি ফ্রিস্টাইলার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ 

news-image

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিডব্লিউ) ২০২২ ফ্রিস্টাইল রেসলিং ওয়ার্ল্ড কাপের শীর্ষ পাঁচ ফ্রিস্টাইল কুস্তিগিরের তালিকায় ইরানের কামরান ঘাসেমপুরের নাম রয়েছে।ইউডব্লিডব্লিউ ২০২২ সালে সেরা কুস্তিগিরের জন্য একজন প্রার্থী হিসেবে ইরানি ফ্রিস্টাইল কুস্তিগিরকে নির্বাচিত করা হয়েছে। অন্য মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডান বুরোস এবং কাইল স্নাইডার, জাপানের রেই হিগুচি এবং তুরস্কের তাহা আকগুল।৯২-কেজি ওজন বিভাগে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং জেডেন কক্সকে পরাজিত করা কামরান ঘাসেমপুরকে মনোনীত করার পিছনে প্রধান কারণগুলির মধ্যে একটি।কামরান ঘাসেমপুর ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৯২ কেজির ফাইনাল ম্যাচে আমেরিকান কুস্তিগির জেডেন কক্সকে ২-০ গোলে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন। সূত্র: মেহর নিউজ।