বিশ্ব সেরায় ইরানের ৫৩ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/10/3916379.jpg)
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে ইরানের ৫৩টি বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টিএইচই ২০২২ সালের জন্য বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিং প্রকাশ করে। সে অনুযায়ী, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নাম ঘোষণা করা হয়।
তালিকায় ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর মধ্যে রয়েছে জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং।
এবছর টিএইচই র্যাঙ্কিংয়ে প্রকৌশল বিজ্ঞানে ইরানের ৪১টি বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সায়েন্সে ১২টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১ হাজার ১৮৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে।
প্রকৌশল বিজ্ঞানে ইরানের শীর্ষ ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম থেকে তিনের মধ্যে রয়েছে দ্যা শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি ও ইউনিভার্সিটি অব তেহরান।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আছে সেরার এ তালিকায়।
বিশ্বের ৯৯টি দেশের ১ হাজার ৬ শতাধিক বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে। বিভিন্ন মূল্যায়ন সূচকে মান যাচাই করে টিএইচই। শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), জ্ঞানের স্থানান্তর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়। সূত্র: তেহরান টাইমস।