বিশ্ব সামরিক কুস্তি চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০২১

ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ইরানের ফ্রিস্টাইল কুস্তি দল। সামরিক কুস্তি চ্যাম্পিয়নশিপের এবারের ৩৫তম আসরে দেশটির ফ্রিস্টাইল কুস্তিগিররা ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছেন। মোট ২১০ পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অধিকার করে দলটি।
তেহরানের আজাদি স্টেডিয়ামে ১২ হাজার আসনবিশিষ্ট হলে সোমবার ৩৫তম ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপের পর্দা নামে। ইরানি দল থেকে মোরতেজা গিয়াসি (৬৫ কেজি), বাহমান তেইমুরি (৭৯ কেজি), মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদিয়ান (৯৭ কেজি) ও ইয়াদোল্লাহ মোহেব্বি (১২৫ কেজি) স্বর্ণপদক জয় করেন। রৌপ্যপদক জিতেছেন আহমেদ মোহাম্মদনেজাদ জাভাদ (৫৭ কেজি), মোহাম্মদ বাকের ইয়াখকাশি (৬১ কেজি), ফারিবোর্জ বাবাই (৭৪ কেজি), এবং মোহাম্মদ হোসেন মীরবাগবান (৯২ কেজি) । প্রতিযোগিতা শেষে মোট ২১৫ পয়েন্ট নিয়ে সামরিক কুস্তি চ্যাম্পিয়ন হয়েছে রুশ দল। আরমেনিয়া ১৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।