সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব শিক্ষক পুরস্কারের জন্য মনোনীত ইরানি নারী

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২১ 

news-image

ইরানি শিক্ষিকা সোরায়া মোতাহারনিয়া গ্লোবাল টিচার প্রাইজ ২০২১ এর জন্য মনোনীত শীর্ষ দশ জনের মধ্যে স্থান করে নিয়েছেন। তিনি গণিত, ফারসি ভাষা, শিল্প, বিজ্ঞান এবং ধর্মতত্ত্ব বিষয়ে অসাধারণ একজন শিক্ষক। ইরানের গ্রামীণ অঞ্চলগুলোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সাহায্য করায় দেশে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।মোতাহারনিয়া চিকিৎসা ও একাধিক বিশেষ অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীদের সাহায্য করে থাকেন এবং তিনি শত শত দরিদ্র ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।ইরানি মানবিক এই শিক্ষিকা ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন। অধ্যয়ন, দুর্বলদের যত্ন নেওয়া এবং সমাজের প্রচারে ভূমিকা রাখতে চান বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।