বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় ইরানি কিশোরীর সাফল্য
পোস্ট হয়েছে: অক্টোবর ৫, ২০১৬

রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় ইরানি কিশোরী মোবিনা আলী নাসাব রৌপ্যপদক লাভ করেছেন।
রাশিয়ার মধ্যাঞ্চলীয় খানতি-মানসিস্ক শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এ পদক লাভ করেন তিনি। এ ছাড়া, ইরানের অপর প্রতিযোগী শাহিন লোরপারি জাঙ্গানে অনূর্ধ্ব ১৮ গ্রুপের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক পেয়েছেন।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ গ্রুপে সারা বিশ্ব থেকে ৫৮ জন এবং অনূর্ধ্ব ১৮ গ্রুপে ৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এর আগে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশীয় যুব দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে স্বর্ণপদক পেয়েছিলেন মোবিনা আলী নাসাব।