বিশ্ব মুয়াইথাই চ্যাম্পিয়নশিপে ইরানি অ্যাথলেটের স্বর্ণ জয়
পোস্ট হয়েছে: জুন ৬, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিত আইএফএমএ মুয়াইথাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২২-এ স্বর্ণপদক জিতেছেন ইরানের মাসুদ আবদোল মালেকি।শনিবার আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের শেষ দিনে তিনি এই শীর্ষ পদক ঘরে তোলেন।
অনূর্ধ্ব-২৩ বিভাগে এনিয়ে ইরানি দল প্রতিযোগিতায় মোট ১৮টি রঙিন পদক লাভ করল। ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ইরানের এই ক্রীড়াবিদ তুর্কমেনিস্তান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেনের প্রতিযোগীদের পরাজিত করে ফাইনাল প্রতিযোগিতায় উঠে আসেন। সূত্র: ইরনা।