রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব মুয়াইথাই চ্যাম্পিয়নশিপে ইরানের ৯ পদক

পোস্ট হয়েছে: জুন ১, ২০২২ 

news-image

বিশ্ব মুয়াইথাই চ্যাম্পিয়নশিপে ৯টি পদক জিতেছে ইরানের জাতীয় মুয়াইথাই দল। রোববার আবুধাবিতে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ইরানি ক্রীড়াবিদরা চারটি পদক ঘরে তোলেন। এনিয়ে মোট ৯টি পদক দিয়ে চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশটির জাতীয় মুয়াইথাই দল।রোববার দ্বিতীয় দিনে প্রাপ্তবয়স্ক এবং অনূর্ধ্ব-২৩ বছর বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এতে ইরানের ক্রীড়াবিদরা নতুন করে চারটি পদক লাভ করেন।অনূর্ধ্ব-৬০ কেজি এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইরানের ফাতেমেহ হোসেইনি সিরীয় প্রতিদ্বন্দ্বীকে ২৯-২৮ পয়েন্টে পরাজিত করেন।মাইনাস ৮১ কেজিতে ইরানের রামিন আলিজাদেহ পোলিশ চ্যাম্পিয়ন রাফায়েল রাদোজকে পরাজিত করে পরবর্তী স্তরে চলে যান।প্রাপ্তবয়স্ক নারীদের মাইনাস ৪৫ কেজির কোয়ার্টার ফাইনালে ইরানের রেহানেহ সাইদি  সৌদি প্রতিযোগীকে ২০-১৭ ব্যবধানে হারিয়েছেন। প্লাস ৯১ কেজিতে ইরানের বেহনাম দাফারি তার প্রতিপক্ষ ইয়াহিয়া আল-শাইয়াকে ১০-৮ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যান।২০২২ বিশ্ব মুয়াইথাই চ্যাম্পিয়নশিপ ২৭ মে শুক্রবার আবুধাবিতে শুরু হয়ে শেষ হবে ৫ জুন। ১০০টি দেশের ৮০০জনের অধিক ক্রীড়াবিদ এবারের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: ইরনা।