বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৭ম ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২২ 

news-image

কলম্বিয়ার বোগোটায় অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ইরান সপ্তম স্থান অধিকার করেছে।এই টুর্নামেন্টে পুরুষদের বিভাগে ইরানের ভারোত্তোলকদের সাত জন এবং নারীদের একটিতে চারজন প্রতিনিধি অংশ নেন।

কিয়ানুশ রোস্তামি ৮৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন।মেহেদি কারামি ১০৯ কেজি স্ন্যাচ বিভাগে রৌপ্যপদক জিততে সফল হয়েছেন।

১০২ কেজি ওজন বিভাগের স্ন্যাচে রেজা দেহদার সোনা এবং সামগ্রিকভাবে রৌপ্য জিতেছেন।বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২২-এর বিজয়ীরা প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। এটি ছিল বাছাই সিরিজের প্রথম ইভেন্ট।

বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২২ শেষ হয় ১৬ ডিসেম্বর। এতে ৫৩৭ জন ক্রীড়াবিদ এই বছরের প্রতিযোগিতায় অংশ নেন। সূত্র: মেহর নিউজ।