বিশ্ব ভারোত্তোলনে সোনা জিতলেন ইরানের জাভাদি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩

ইরানের মীর মোস্তফা জাভাদি সোমবার ২০২৩ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৮৯ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ১১ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অত্যন্ত প্রতিযোগিতামূলক ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এতে পুরুষদের ৮৯ কেজি গ্রুপ এ ডিভিশন জিতেছেন ইরানি এই ভারোত্তোলক। বার বেন্ড ওয়েবসাইট এই খবর জানিয়েছে।
স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক বা সামগ্রিকভাবে ২৩ বছর বয়সী ভারোত্তোলক জাভাদি প্রথমবারের মতো বিশ্বে চ্যাম্পিয়নশিপের ৮৯-কেজির পডিয়ামে জায়গা করে নিলেন। সূত্র: মেহর নিউজ।