বিশ্ব ভবিবলে শীর্ষ চারে উঠতে যাচ্ছে ইরান: দাভারজানি
পোস্ট হয়েছে: জুন ২১, ২০২০

বিশ্ব ভবিভলে শীর্ষ চারে অবস্থান পেতে যাচ্ছে ইরানের জাতীয় ভলিবল দল। এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভলিবল ফেডারেশনের (আইআরআইভিএফ) প্রধান মোহাম্মাদরেজা দাভারজানি।
ইরান ২০১৬ সালে অলিম্পিক গেমসে প্রথমবারের মতো এশিয়ান টিম র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করে ইতিহাস রচনা করে। অলিম্পিকের এই আসরে ইরান পঞ্চম স্থান লাভ করে।
তিন বছর পর পুনরায় আইআরআইভিএফ এর দায়িত্ব নিয়েছেন দাভারজানি। এখন তিনি আগের চেয়ে ভালো অবস্থান দখলের প্রতি নজর দিয়েছেন।
মেহর নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘‘আমরা অলিম্পিক গেমসে শীর্ষ চারে জায়গা করে নেয়ার প্রতি নজর দিচ্ছি। আর একারণেই আমি এখানে আছি। ইরান ২০১৬ সালে ৫২ বছর পর অলিম্পিকে লড়ার যোগ্যতা অর্জন করে এবং রাউল লোজানোর নেতৃত্বে আমরা পঞ্চম স্থান লাভ করি।’’ সূত্র: তেহরান টাইমস।