বিশ্ব বিচ গেমসে ইরানি কুস্তিগীরের স্বর্ণ জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০১৯

কাতারে অনুষ্ঠিত ২০১৯ এএনওসি বিশ্ব বিচ গেমসে স্বর্ণপদক জিতেছে ইরানি কুস্তিগীর পুইয়া রেহমানি। টুর্নামেন্টে মঙ্গলবার পুরুষদের ৯০ কেজি ওজন-শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে এই পদক জিতেন।
রেহমানি ফাইনাল বুটে তুর্কি প্রতিপক্ষ ইউফুক ইলমাজকে ৩-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। এই বিভাগে ব্রোঞ্জপদক জয় করেন জর্জিয়ার মামুকা কোরদজাইয়া। তিনি আজারবাইজানের ওয়ান নাজারিয়ানিকে হারিয়ে পদক ঘরে তোলেন।
সেমিফাইনালে স্বর্ণজয়ী ইরানি কুস্তিগীর নাজারিয়ানিকে ৩-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। এরআগে গ্রুপ পর্বের খেলায় ইলমাজকে ৩-০ পয়েন্ট, ব্রাজিলের দাভি জোস আলবিনোকে ৪-০, আমেরিকার দিয়ান্তে কুপারকে ৩-০, ও গ্রীসের লোনিস কারজিয়তাকিসকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে আসেন।
অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি (এএনওসি) ওয়ার্ল্ড বিচ গেমসের প্রথম পর্ব রোববার কাতারের দোহায় শুরু হয়। এতে ৯৭টি দেশের ১২শ ৪০ জন অ্যাথলেট অংশ নেন। এরআগে গেমটিতে ইরানের ফাতেমেহ সাদেকি কারাতিতে রৌপ্যপদক লাভ করেছিলেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।