মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ভাইস-চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২১ 

news-image

ইরানের পুরুষ জাতীয় প্যারা-তায়কোয়ান্দো দল তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করেছে।তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব প্যারা-তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের নবম আসর গত শনিবার (১১ ডিসেম্বর) ৪১টি দেশের ২৬৪ জন প্যারা অ্যাথলেটের অংশগ্রহণে শুরু হয়। প্রতিযোগিতার পর্দা নামে রোববার।জাতীয় ইরানি পুরুষ প্যারা-তায়কোয়ান্দো দল ৪ জন প্রতিনিধি নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। ইরানের মেহেদি পুররেহনামা ও হামেদ হাগশেনাস ইভেন্টে ২টি স্বর্ণপদক জিতেছেন। আগের রাউন্ডের তুলনায় তারা এক ধাপ উপরে উঠে গেছেন।ইভেন্ট শেষে সবচেয়ে টেকনিক্যাল খেলোয়াড় নির্বাচিত হন মেহেদী পুররেহনামা।এছাড়া শনিবার রাতে ২০২১ বিশ্ব প্যারা-তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ইরানের মহিলা প্যারা তায়কোয়ান্দো অনুশীলনকারী মাহতাব নাবাভি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।