বিশ্ব পুমসাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ ইরানি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২০

বিশ্ব তাইকোয়ান্দো পুমসাই চ্যাম্পিয়নশিপ ২০২০ এর স্টান্ডার্ড বিভাগের সেমি-ফাইনাল পর্যায়ের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন ইরানের ৯জন অ্যাথলেট। তারা আন্তর্জাতিক এই তাইকোয়ান্দো প্রতিযোগিতার ফাইনাল পর্বে অংশ নেবেন।
বিশ্ব তাইকোয়ান্দো পুমসাই চ্যাম্পিয়নশিপ ২০২০ শুরু হয়েছে ১৭ নভেম্বর। টুর্নামেন্ট চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভারচুয়াল প্রতিযোগিতায় স্টান্ডার্ড ও ইনোভেটিভ ইন্ডিভিজুয়াল উভয় সেকশনে ৭৯টি দেশের সর্বমোট ৪০১ জন অ্যাথলেট অংশ নিয়েছেন।
পুমসাই চ্যাম্পিয়নশিপের ফাইনালের নারী গ্রুপে লড়বেন ইরানের মারজান সালাহশৌরি, নাস্তারান মালেকি, নারজেস শারিফি ও সাকিনেহ হৌশানগি এবং পুরুষ গ্রুপ লড়বেন আমির রেজা মেহরাবান, হামিদ নাজারি, মোহাম্মাদ তাকি হাতামি, নাদের খোদামারদি ও হেদায়াত আরিয়ানফার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।