শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব নৌকা বাইচ চ্যাম্পিয়নশিপে ইরানের প্রথম মেডেল

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০১৭ 

news-image

ক্যানোয়িং। বাংলায় যাকে সবাই চেনে নৌকা বাইচ হিসেবে। রোমানিয়ায় চলছে ‘২০১৭ আইসিএফ ক্যানোয় স্প্রিন্ট জুনিয়র এবং অনুর্ধ-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

নৌকা বাইচের এই বিশ্ব আসরে ইরানের ইতিহাসে প্রথম পদক জয় করলেন মোহাম্মাদ নাবি রেজায়ি। ইরানি এই অ্যাথলেট চ্যাম্পিয়নশিপের জুনিয়র বিভাগের ১ হাজার মিটার ব্যক্তিগত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় অবস্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছেন। তার আগে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ও লাটভিয়া।

রেজায়ি নৌকা বাইচের আন্তর্জাতিক কোনো আসরের এই শ্রেণিতে ইরানের ইতিহাসে প্রথম মেডেলে জয় করলেন। ফাইনাল ম্যাচে তিনি জার্মানি, লাটভিয়া, বেলারুস, স্পেইন, কিউবা, ব্রাজিল, হাঙ্গেরি ও রাশিয়ার প্রতিপক্ষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় অবস্থান অর্জন করেন।

২০১৭ আইসিএফ ক্যানোয় স্প্রিন্ট জুনিয়র ও অনুর্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে চলছে। এতে বিশ্বের ৫৪টি দেশ অংশ নিয়েছে। এই ইভেন্টে ইরান থেকে অংশ নিয়েছে পুরুষ-নারী মিলে ১৪ জন অ্যাথলেট।  সূত্র: ইসনা, ইরান।