বিশ্ব নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হয়ে উঠেছে সন্ত্রাসবাদ: জারিফ
পোস্ট হয়েছে: জুন ৮, ২০১৭

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বুধবার তেহরানের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। বিশ্ব নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হিসেবে সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
সরকারি সফরে বুধবার তুরস্ক গেছেন জারিফ। আঙ্কারা এসেনবোগা বিমান বন্দরে পৌঁছে তিনি নির্বিচার সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্য এবং বাকি বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছে। নিরাপত্তা দিক থেকে মধ্যপ্রাচ্যে মারাত্মক পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, ইরানি সংসদ মজলিসে শুরার স্পিকার আলি লারিজানি তেহরানের সন্ত্রাসী হামলাকে কাপুরুষসুলভ বলে নিন্দা জানান। তিনি বলেন, তেহরানে সন্ত্রাস বিরোধী লড়াইকে গুরুত্বহীন করে তোলার জন্য এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক এবং কার্যকর স্তম্ভের ভূমিকা ইরান পালন করছে বলেও জানান তিনি। সূত্র: পার্সটুডে।