বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব নারী ফুটবলে ইরানের উপস্থিতি নিশ্চিত করতে রুহানির নির্দেশ

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০১৫ 

news-image

গুয়েতেমালায় বিশ্বনারী ফুটবলে ভিসা সংক্রান্ত জটিলতা এড়িয়ে দেশটির ফুটবল দল যাতে অংশ নিতে পারে সেজন্যে প্রেসিডেন্ট হাসান রুহানি পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। এবছরেই গুয়েতামালায় বিশ্ব নারী ফুটবলের আসর বসতে যাচ্ছে। কিন্তু এর আগে ইরানের ফুটবল ফেডারেশন জানায় ভিসা না পাওয়ায় দেশটির নারী ফুটবল দল গুয়েতেমালায় বিশ্ব নারী ফুটবলে অংশ নিতে পারবে না। এ বছর এশীয় নারী ফুটবলে ইরান চ্যাম্পিয়ন হয়।

তেহরানে গুয়েতেমালার কোনো দূতাবাস নেই। জার্মানি হয়ে গুয়েতেমালার ভিসা সংগ্রহ করতে হলেও তার আগে বেশকিছু জটিলতা এড়াতে হবে। এর আগেও ভিসা জটিলতায় ইরানের নারী ফুটবল দল কলাম্বিয়ায় টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। সূত্র: ইরান টুডে