সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় ইরানি শিক্ষার্থীদের ৯ পদক

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২৪ 

news-image

ইরান থেকে মোট ১৮ জন ছাত্র ৪৭তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি রৌপ্য পদকসহ মোট ৯টি পদক জিতেছে।প্রতিযোগিতাটি ১০ থেকে ১৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিওনে অনুষ্ঠিত হয়। বিশ্বের ৬৫টির অধিক দেশ এবং অঞ্চল থেকে প্রায় দেড় হাজার প্রতিযোগী বিভিন্ন দক্ষতায় প্রতিদ্বন্দ্বিতা করে।

ইরানের হাসান মোহাম্মাদি এবং হামিদ-রেজা হামিদি রৌপ্য পদক জিতেছে। খবর আইআরআইবির।
এছাড়াও, আলিরেজা পাউচালি, আরিয়ান তাহেরি, আরমিন তাহেরি, আমির-মোহাম্মদ আবুই, মোহাম্মদ হোসেইনি, আমির-আব্বাস কাসেমি, মেহরদাদ শিরভানি, এবং রেজা গোলামি যথাক্রমে ক্লাউড কম্পিউটিং, গ্রাফিক ডিজাইন প্রযুক্তি, আইটি নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার, জুয়েলারি, ওয়েব টেকনোলজিস, ব্যবসার জন্য আইটি সফটওয়্যার সলিউশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে শ্রেষ্ঠত্ব পদক পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস