শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব তায়কোয়ান্দো জুনিয়রে ইরানের দুই স্বর্ণপদক

পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২২ 

news-image

ইরানি তায়কোয়ান্দো অনুশীলনকারীরা ২০২২ বিশ্ব তায়কোয়ান্দো জুনিয়র চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে দুটি স্বর্ণপদক জিতেছে।পুরুষদের অনূর্ধ্ব-৪৮ কেজিতে আবোলফজল জান্দি থাইল্যান্ডের পর্নপাভিট তোরুয়েনকে পরাজিত করেন। জান্দি প্রথম রাউন্ড ১৫-১২ ব্যবধানে জিতেন এবং ২৫-১২ কমান্ডিং স্কোর নিয়ে দ্বিতীয় রাউন্ড শেষ করেন। ইরানের মবিনা নেমাতজাদেহ এবং থাইল্যান্ডের কামোনচানোক সিকেন নারীদের অনূর্ধ্ব-৪৯ কেজির ফাইনালে একে অপরের মুখোমুখি হন। নেমাতজাদেহ প্রতিযোগিতা শেষে ৮-১ ব্যবধানে ম্যাচ জিতেন।বুলগেরিয়ার সোফিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯০টি দেশের ১ হাজার ২৫০ জনের অধিক ক্রীড়াবিদ এবং একটি শরণার্থী দল অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।