রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব তায়কোয়ান্দো গ্র্যান্ড প্রিক্সে রৌপ্য জিতেছে ইরানের কিয়ানি

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২৩ 

news-image

ইরানের নাহিদ কিয়ানি মঙ্গলবার তাইয়ুয়ান ২০২৩ ওয়ার্ল্ড তায়কোয়ান্দো গ্র্যান্ড প্রিক্সে রৌপ্যপদক জিতেছেন।
তিনি প্রথম ম্যাচে আমেরিকান তায়কোয়ান্দো অ্যাথলিট ফেইথ ডিলনকে ২-১ পয়েন্টে পরাজিত করেন। এরপর সেমিফাইনালে জায়গা করে নিতে চাইনিজ তাইপের চিয়া-লিং লোকে ২-১ পয়েন্টে পরাজিত করেন।

কিয়ানি রাশিয়ার তাতিয়ানা মিনিনাকে ২-১ পয়েন্টে পরাজিত করলেও নারীদের অনূর্ধ্ব-৫৭ কেজির ফাইনাল ম্যাচে কানাডার স্কাইলার পার্কের কাছে ২-১ পয়েন্টে হেরে যান।

প্রতিযোগিতাটি ১০ থেকে ১২ অক্টোবর চীনের তাইয়ুয়ানে অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে শেষ জিপি ২০১৪ সালে সুঝৌতে অনুষ্ঠিত হয়েছিল। সূত্র: তেহরান টাইমস