বিশ্ব তাইকোয়ান্দো যুব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০১৮

বিশ্ব তাইকোয়ান্দো যুব চ্যাম্পিয়নশিপে নয়টি পদক পেয়ে শিরোপ জিতেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি তাইকোয়ান্দো টিম এ প্রতিযোগিতায় সাতটি স্বর্ণ ও দু’টি ব্রোঞ্জ পদক জিতেছে।
ইরানের অর্জিত মোট পয়েন্ট ১০৭। এর মধ্যদিয়ে ইরান দীর্ঘ সাত বছর পর যুব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল।
তিউনিশিয়ার হাম্মামেত শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে প্রতিযোগিতা শুরু হয়ে শুক্রবার তা শেষ হয়।
এ প্রতিযোগিতায় প্রথম রানার্স-আপ হয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জ পদক জিতেছে। দ্বিতীয় রানার্স-আপ হয়েছে তুরস্ক। তুরস্ক জিতেছে একটি স্বর্ণ ও দু’টি রৌপ্য পদক। – পার্সটুডে ।