বিশ্ব জুনিয়র দাবার ফাইনালে ৭ ইরানি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২০

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় ইরানের সাত দাবা খেলোয়াড়। এসপ্তাহে চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ১১ ডিসেম্বর শুরু হয়ে চলে ১৩ ডিসেম্বর পর্যন্ত। করোনা ভাইরাস মহামারির কারণে এবারের চ্যাস্পিয়নশিপ অনলাইনে অনুষ্ঠিত হয়।
১৫ ডিসেম্বর বিশ্ব দাবা ফেডারেশন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে। এতে ইরানি দাবাড়ু সিনা মোভাহেদ ও মেলিকা মোহাম্মাদি স্বর্ণপদক জিতেছেন, আমির রেজা পৌরাকা বালা রৌপ্য এবং সাহার মাসুমি, বারদিয়া দানেশভার ও মেহদি গোলামি ব্রোঞ্জপদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।