বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দোতে সোনা জিতলেন ইরানের শিরি
পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২২

ইরানের সোগান্দ শিরি মঙ্গলবার রাতে ২০২২ বিশ্ব জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন।
নারীদের ৪২ কেজির ফাইনাল ম্যাচে শিরি তুরস্কের হায়রুন্নিসা গুরবুজকে পরাজিত করেন। প্রথম রাউন্ড ৭-৭ তে শেষ হয়। কিন্তু শিরি খুব শক্তিশালী পারফরমেন্স করে ম্যাচ জিততে সক্ষম হন। ইরানের পার্নিয়া সালমানিও নারী অনূর্ধ্ব-৪৪ কেজিতে রৌপ্যপদক জয় করেন। ফাইনাল ম্যাচে থাইল্যান্ডের নাটকামন ওয়াসানার কাছে হেরে যান তিনি।সূত্র: তেহরান টাইমস।