বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে ইরানের মোল্লায়ির স্বর্ণজয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০১৮

২০১৮ বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণ-পদক অর্জন করেছে ইরানের জুডো খেলোয়াড় সাইয়িদ মোল্লায়ি। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান টুর্নামেন্টটি চলছে। এ নিয়ে এবারের চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি পদক সংগ্রহ করলো ইরান।
জুডো চ্যাম্পিয়নিশপে পুরুষদের ৮১ কেজি ওজন শ্রেণির ফাইনাল বুটে এই দুর্দান্ত জয় পান মোল্লায়ি। জাপানি প্রতিপক্ষ সোতারো ফুজিওয়ারাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই বিভাগে তুরস্কের ভেদাত আলবায়রাক ও জার্মানির অ্যালেক্সজান্দার উইসজেরজাক ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।
মোল্লায়ি এরআগে ২০১৮ এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী কানাডার এতিয়েন ব্রিয়ান্দ, আইসল্যান্ডের সিভেনবজর্ন লুরা, পর্তুগালের আনরি এগুটিডজ ও জার্মানির মাথিয়াস কেসকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠেন। সেমিফাইনালে তুরস্কের আলবায়রাককে পরাজিত করেন তিনি।
এরআগে মোল্লায়ি ২০১৭ বিশ্ব জুডো সিনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল লাভ করেন। তার এই স্বর্ণ-পদক জয়ের মধ্যদিয়ে এবারের বিশ্ব জুডো জ্যাম্পিয়নশিপে তৃতীয় মেডেল লাভ করলো ইরান।
সূত্র: মেহর নিউজ এজন্সি।