শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব জলাভূমি শহরের স্বীকৃত পেল যে তিন ইরানি শহর

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৫ 

news-image

ইরানের আরও তিনটি শহর রামসার জলাভূমি শহরের স্বীকৃতি পেয়েছে। বিশ্ব জলাভূমি শহরের মর্যাদা পাওয়া এই তিন শহর হলো উত্তর মাজান্দারান প্রদেশের বাবোল, উত্তর গিলান প্রদেশের কিয়াশাহর এবং দক্ষিণ-পশ্চিম চাহারমহল-বাখতিয়ারি প্রদেশের গান্দোমান।

ইরানের পরিবেশ বিভাগের (ডিওই) কর্মকর্তা আরেজু আশরাফিজাদে জানিয়েছেন, ২০২২ সালে রামসার কনভেনশনের মাধ্যমে হরমোজগান প্রদেশের খোরখোরান আন্তর্জাতিক জলাভূমির কাছে অবস্থিত “বন্দর খামির” শহরকে ইরানের প্রথম জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আশরাফিজাদে আরও উল্লেখ করেন, একই বছরে ইসফাহান প্রদেশের পূর্বে অবস্থিত ভারজানে শহর এবং ইসফাহান প্রদেশের গাভখুনি আন্তর্জাতিক জলাভূমির কাছে অবস্থিত বন্দর খামিরকেও জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জলাভূমি সংরক্ষণের প্রতি শহরের প্রতিশ্রুতি, সচেতনতা, টেকসই অনুশীলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরিকল্পনায় জলাভূমি সংরক্ষণের একীকরণের মত বিষয়গুলি এই স্বীকৃতির পেছনে শক্তিশালী ভূমিকা রাখে। সূত্রঃ তেহরান টাইমস