শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব চ্যাম্পিয়ন ইরানের গ্রেকো-রোমান কুস্তি দল

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২২ 

news-image

বুলগেরিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অনূর্ধ্ব-২০ ইরানি কুস্তি দল। রোববার অনূর্ধ্ব-২০ গ্রেকো-রোমান বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর্দা নামে।চ্যাম্পিয়নশিপে প্রথম পাঁচটি ওজনের প্রতিযোগিতা শেষে ইরানের ইমান মোহাম্মদি ৬৩ কেজিতে স্বর্ণপদক জিতেছেন। ৮৭ কেজির চূড়ান্ত লড়াইয়ে আবোলজাল চোবানি এবং ১৩০ কেজিতে ফারদিন হেদায়তি ইরানের হয়ে রৌপ্যপদক জিতেছেন।প্রতিযোগিতার প্রথম ৫ ওজন-শ্রেণির প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইরানি দল দাপুটে পারফরমেন্স করে শিরোপা জিতেছে। অন্যদিকে ইউক্রেন এবং আজারবাইজানের দল দ্বিতীয় স্থান অর্জনের জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্র: মেহর নিউজ।