বিশ্ব চ্যাম্পিয়ন ইরানের গ্রেকো-রোমান দল
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/07/4225984.jpg)
ইরান গ্রেকো-রোমান কুস্তি দল বুধবার রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে।
ইতালির রোমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানি কুস্তিগিররা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক জিতেছে। মোট ৭টি মেডেল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেছে ফারসি স্কোয়াড। ইরান ১৩৫ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলে। ইউরোপের সেরা দল আজারবাইজান ১৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে। আর জর্জিয়া ১২১ পয়েন্ট নিয়ে লাভ করে তৃতীয় স্থান। সূত্র: তেহরান টাইমস।