বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে চান হাসান ইয়াজদানি
পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০২০

সারবিয়ায় আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে চান ইরানি ফ্রিস্টাইলার হাসান ইয়াজদানি। এবার নিয়ে তিনি তিনবারের মতো সেরার খেতাব কুড়ানোর লক্ষ্যে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। ইরান রেসলিং ফেডারেশনের ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে ইয়াজদানি এমনটিই জানিয়েছেন।
সারবিয়ার বেলগ্রেডে ১২ থেকে ২০ ডিসেম্বর ২০২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি বলেন, আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে কেবলই সোনা জেতার বিষয়ে চিন্তা করছি। এই প্রতিযোগিতায় তৃতীয় স্বর্ণপদক জিততে আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দেবো।
ইয়াজদানি এর আগে প্যারিসে ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন। ৮৬ কেজির ফাইনালে স্লোভাকিয়ার বোরিস ম্যাকোজেভকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন। এর দুবছর পর তিনি নুর সুলতানে ভারতীয় প্রতিপক্ষ দ্বীপক পুনিয়াকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদক লাভ করেন। সূত্র: তেহরান টাইমস।