বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরান বধির বিচ ভলিবল দলের সাফল্য
পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২১

পোল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য দেখিয়েছে ইরানের এ ও বি বধির বিচ ভলিবল দল। সোমবার ইরানি এই দুই দলই প্রতিপক্ষদের বিরুদ্ধে জয় ঘরে তুলেছে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ভাহিদ তালেবি ও হামেদ কারকানির সমন্বয়ে গঠিত ইরানের বধির বিচ ভলিবল দল এ ইস্তোনিয়াকে ২-০ ব্যবধানে হারায়।
অন্যদিকে, মেহরদাদ কেশাভারজ ও হেশাম আল-দ্বীন খেইরানদিশের ইরানি দল বি স্বাগতিক পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় লাভ করেছে।
সোমবার পোল্যান্ডের সুলেজোওয়ে বিশ্ব বধির বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শনিবার ১৪ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক এই প্রতিযোগিতা চলবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।