শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করলো ইরানের নারী হ্যান্ডবল দল

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২২ 

news-image

ইরানী জাতীয় অনূর্ধ্ব-১৮ নারী হ্যান্ডবল দল ২০২২ নারী জুনিয়র ওয়ার্ল্ড হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করেছে। ২০২২ এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে রানার-আপ হওয়ার মধ্য দিয়ে এই টিকিট নিশ্চিত করলো দলটি।সোমবার ভারত ও থাইল্যান্ড এবং কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যে দুটি ম্যাচ দিয়ে ২০২২ এশিয়ান নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হয়।ভারত থাই দলকে ৪১-১৮ ব্যবধানে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক কাজাখ দল উজবাকিস্তানকে ২৯-২২ ব্যবধানে পরাজিত করে।এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে ভারত, ইরান এবং কাজাখস্তান প্রথম থেকে তৃতীয় স্থানে অধিকার করে। অন্যদিকে উজবেকিস্তান এবং থাইল্যান্ড যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।