বিশ্ব গণিত টিম চ্যাম্পিয়নশিপে ইরানি মেয়েদের সাফল্য
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৪

বিশ্ব গণিত টিম চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউিএমটিসি) ২০২৪-এ ইরানি দুই নারী শিক্ষার্থী রৌপ্যপদক জিতেছে কাতারের দোহায় ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিজয়ী দুই ছাত্রী হলেন পার্নিয়ান হেইদারিয়ান এবং হেলেনা আকাই। তারা গাণিতিক দক্ষতা প্রদর্শন করে এবং মধ্যবর্তী স্তরে তরুণ গণিতবিদদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পুরষ্কার জয় করে। খবর বার্তা সংস্থা ইরনার।
ইভেন্টে সৌদি আরব, ভারত, বাংলাদেশ, আজারবাইজান, চীন, হংকং, ইরান, ফিলিপাইন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, কানাডা, বুলগেরিয়া, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া সহ ৬০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়।
“বীজগণিত এবং ভারসাম্য” প্রতিপাদ্যের অধীনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইভেন্টটি সারা বিশ্ব থেকে তরুণ গণিতবিদদের আকৃষ্ট করে, আন্তর্জাতিক বন্ধুত্ব এবং সহযোগিতা উৎসাহিত করে।
এর আগে ২০২৩ সালের ৩১ জুলাই থেকে ৬ আগস্ট বুলগেরিয়াতে অনুষ্ঠিত ৩০তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় (আইএমসি) ইরানি শিক্ষার্থীরা নবম স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস