সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব গণিত অলিম্পিয়াডে ৫ম ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৭ 

news-image

৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) মোট ছয়টি মেডেল জিতেছে ইরানি ছাত্ররা। এর মধ্য দিয়ে ব্রাজিলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫ম অবস্থান অর্জন করেছে দেশটি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইসনা।

৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১২ জুলাই শুরু হয়ে শেষ হয়েছে ২৩ জুলাই। এতে অংশ নেয় বিশ্বের ১১১টি দেশের ছাত্রছাত্রীরা।

গণিত প্রতিযোগিতায় ইরানি ছাত্ররা দুটি সোনার মেডেল, তিনটি রুপার ও ব্রোঞ্জের একটি মেডেল জিতেছে।

স্বর্ণ বিজয়ীরা হলো আমির মোজতাবা সবুর ও আরিয়ো লতফি জান্দাকি। রুপা বিজয়ীরা হলো তহা মিরানজাদেহ, মোহাম্মাদ সাদেক মাহদাভি ও ফারহুদ রোস্তম। অন্যদিকে, একমাত্র ব্রোঞ্জ বিজয়ী ইরানি ছাত্র সোরুশ তাসলিমি।

প্রতিযোগিতায় ছয়টি সোনার মেডেল জিতে এ বছরের বিশ্ব গণিত চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পরেই রয়েছে ভিয়েতনাম (২), চীন (৩), যুক্তরাষ্ট্র (৪) ও ইরান (৫)।

প্রতিবছর হাইস্কুল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশ্ব গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সূত্র: ইসনা।