মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব গণমাধ্যমে ইসলামি বিপ্লব বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০ 

news-image

বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে ব্যাপক সমাগমে উদযাপিত ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয়-বার্ষিকী। ১১ ফেব্রুয়ারি ইরান বিপ্লব বার্ষিকীর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেশটির লাখ লাখ মানুষ অংশ নেন, দলে দলে নেমে আসেন সড়ক-মহাসড়কে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও আল-জাজিরার মতো সংবাদ চ্যানেলগুলোতে এসব শোভাযাত্রার কিছু অংশ সম্প্রচার করা হয়।

ইসলামি বিপ্লব বার্ষিকীর অনুষ্ঠান গুরুত্ব সহকারে সম্প্রচার করে লেবানিজ সংবাদ নেটওয়ার্ক চ্যানেল আল-আহেদ। চ্যানেলটি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মার্কিনবিরোধী স্লোগান সম্প্রচার করে। বলা হয়, ইরানি জনগণ ইসলামি বিপ্লবকে আবারও একবার সমর্থন জানালো।

অ্যাসোসিয়েটেড প্রেস ১১ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রার কিছু দৃশ্য সম্প্রচার করে। যেখানে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন।

ইরাকের ‘আলি-তিজাহ’ টিভি নেটওয়ার্ক ইসলামি বিপ্লবের ৪১তম বিজয়-বার্ষিকীর উদযাপনে ব্যাপক সমাগম সরসারি সম্প্রচার করে। এছাড়া লেবাননভিত্তিক নিউজ নেটওয়ার্ক চ্যানেল আল-মায়াদিন ও আল-মানার এবং রাশিয়ার স্পুটনিকে রাজধানী তেহরান ও ইরানের বিভিন্ন শহরের শোভাযাত্রার সংবাদ প্রচার করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।