বিশ্ব ক্রাফট অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কার জিতলেন ইরানি নারী কারুশিল্পী
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২২

আন্তর্জাতিক ক্রাফট অ্যাওয়ার্ডস (আইসিএ) ২০২১-এর এবারের ৫ম সংস্করণে বছরের সেরা মহিলা কারুশিল্পের জন্য মনোনীত করা হয়েছে ইরানের শিল্পী শাহরবানু অ্যারাবিয়ানকে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।
অ্যারাবিয়ান ধাতুর কাজ এবং মিনাকারি (এনামেল) এর জন্য একজন দক্ষ শিল্পী। তিনি গাজ (পেস্তা এবং বাদাম সহ নউগাট) পরিবেশনের জন্য ডিজাইন করা একটি সৌখিন-সজ্জিত ধাতব বাটি নিয়ে ইভেন্টে অংশ নেন। নিজের তৈরি করা এই চমৎকার কারুশিল্পকর্ম দিয়ে জিতেন শীর্ষ পুরস্কার। সংবাদ মাধ্যম সিএইচটিএন পর্যটন কর্মকর্তা ভাইদা তাভাহোদির বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানায়। মিনাকারি হলো ধাতুর পৃষ্ঠে ফুল ও পাখির মতো প্রাকৃতিক মোটিফ আঁকার একটি প্রাচীন শিল্প, যার বেশিরভাগই হলো তামার। তাভাহোদি জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অনুষ্ঠানটি ভারতে ভারচুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। তবে শিল্পীকে শীঘ্রই একটি অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানান। বর্ষসেরা পুরুষ কারুশিল্পের পুরস্কারটি ভারতের দালাভাই কুল্লায়াপ্পা পেয়েছেন, যেখানে মরক্কোর জোহরা সাইদ এবং মেক্সিকো থেকে ইসমায়েল আর্তুরো রদ্রিগেজ মোরেনো যথাক্রমে বর্ষসেরা মহিলা ক্রাফট ডিজাইনার এবং বর্ষসেরা পুরুষ নৈপুণ্য ডিজাইনার হয়েছেন। সূত্র: তেহরান টাইমস।