বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় অষ্টম ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/11/2585121.jpg)
সিনিয়র অনুর্ধ ২৩ রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করে অষ্টম স্থান দখল করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পোল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্ট শেষে একটি সোনা ও দুটি ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেছেন ইরানের অনুর্ধ ২৩ কুস্তিগীররা।
পোল্যান্ডের বিডগোসজেসেজে অনুর্ধ ২৩ রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২১ নভেম্বর শুরু হয়। টুর্নামেন্টের পর্দা নামে ২৬ নভেম্বর। প্রতিযোগিতা শেষে এবারের টুর্নামেন্টে অষ্টম অবস্থান দখল করেন ইরানের ফ্রিস্টাইল কুস্তিগীররা।
রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ৯৭ কেজি ওজন শ্রেণিতে ইরানের মোজতাবা গিলেজ সোনার মেডেল জয় লাভ করেছেন। এছাড়া ইউনুস ইমামি ও আমিন তাহেরি যথাক্রমে ৬৫ ও ১২৫ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জয় করেছে।
এদিকে, আরেক ইরানি কুস্তিগীর আলি রেজা কারিমি প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। কেননা তিনি এর আগে ইসরাইলের এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রতিযোগিতা করেছিলেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।