বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/11/3863718.jpg)
২০২১ অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইরানের ফ্রিস্টাইল দল। ফাইনাল লড়াইয়ে রুশ ফ্রিস্টাইল দলের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে দেশটির অনূর্ধ্ব-২৩ কুস্তি দল।
রাশিয়া ১৪৫ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা দখল করে। অন্যদিকে ইরান ১৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান লাভ করে। ইভেন্টে ৯৭ কেজি ওজন-শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক লাভ করেছেন ইরানের আমির আলি আজারপিরা। ৭৪ ও ৮৬ কেজিতে মোহাম্মাদ সাদেক ফিরোজপুর ও সাজাদ গোলামি রৌপ্যপদক জিতেছেন। সারবিয়ায় বেলগ্রেডে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বিজয়ী ৫ ইরানি কুস্তিগির হলেন- আহমদ মোহাম্মদনেজাদ (৫৭ কেজি), আলিয়াকবর ফজলি (৭০ কেজি), আলী সাভাদকৌহি (৭৯ কেজি), আমির হোসেন ফিরোজপুর (৯২ কেজি) এবং মেহেদি হাশেমি (১২৫ কেজি)। সূত্র: মেহর নিউজ এজেন্সি।