বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের চতুর্থ সোনা জিতলেন গেরায়েই

পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২১ 

news-image

২০২১ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের চতুর্থ স্বর্ণপদক জয় করেছেন মোহাম্মাদ রেজা গেরায়েই। রোববার ৬৭ কেজি ওজন-শ্রেণির ফাইনাল বাউটে রুশ কুস্তি ফেডারেশনের নাজির আব্দুল্লায়েভকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন এই গ্রেকো-রোমান কুস্তিগির।

গেরায়েই ২০২০ টোকিও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেন।এই ওজন-শ্রেণিতে কাজাখস্তানের আলমাত কেবিসপায়েভ ও জর্জিয়ার রামাজ জোয়োদজে ব্রোঞ্জ মেডেল জিতেছেন।  ইরানের তৃতীয় স্বর্ণপদক জয় করেন মেইসাম দালখানি।

এর আগে ১৩০ কেজি ওজন-শ্রেণির ফাইনাল ম্যাচে আলি আকবার ইউসেফি রুশ রেসলিং ফেডারেশনের জুরাবি গেদেখাউরিকে ৫-১ পয়েন্টে পরাজিত করে ইরানের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। তার আগে মোহাম্মাদহাদি সারাভি ৯৭ কেজির ফাইনাল বাউটে হাঙ্গেরির অ্যালেক্স সোজোককে ৩-১ পয়েন্টে হারিয়ে সোনা জিতেন।

২০২১ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ নরওয়ের অসলোতে ২ অক্টোবর শুরু হয়ে পর্দা নামে ১০ অক্টোবর। সূত্র: তেহরান টাইমস।