বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানি ফ্রিস্টাইলারের স্বর্ণ জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/09/2222222222222222222.jpg)
ইরানের ফ্রিস্টাইলার আমিরহোসেন জারে রোববার সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ২০২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। ১২৫ কেজির ফাইনাল বাউটে তিনি জর্জিয়ান জেনো পেট্রিয়াশভিলিকে ১১-০ পয়েন্টে হারিয়ে শীর্ষ পদক ঘরে তোলেন। একই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছেন তুরস্কের তাহা আকগুল এবং আমেরিকান ম্যাসন প্যারিস।
আগের দিন, আমিরমোহাম্মদ ইয়াজদানি ৭০ কেজির ফাইনাল বাউটে আমেরিকান কুস্তিগির জেইন রেদারফোর্ডের কাছে ৮-৫ ব্যবধানে পরাজিত হন।
রেদারফোর্ড গত আসরে বেলগ্রেডে জাপানি কুস্তিগির তাইশি নারিকুনির কাছে ১০-০ গোলে হেরে রৌপ্যপদক জিতেছিলেন।
বুলগেরিয়ান রামাজান রামাজানভ এবং আর্মেনিয়ার আরমান আন্দ্রেসিয়ান ওজন শ্রেণিতে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ