বিশ্ব কুরাশ কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানি অ্যাথলেটদের সাফল্য
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২৩

ইরানের খেলোয়াড়রা মঙ্গলবার ১৪তম বিশ্ব কুরাশ কুস্তি চ্যাম্পিয়নশিপে আরও পাঁচটি পদক জিতেছেন।
নারীদের -৭৮ কেজি ওজন বিভাগে সাবা কারামালি এবং নারীদের +৮৭ কেজিতে ফাতেমে বারমাকি দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।
মজিদ বাহিদ বারিমানলু পুরুষদের -৬৬ কেজিতে রৌপ্যপদক জিতেছেন। পুরুষদের -৬০ কেজিতে সাইদ তালেবিনিয়া এবং পুরুষদের -৮১ কেজিতে রামিন আহমেদজাদে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।
সোমবার পুরুষদের -১০০ কেজিতে হামেদ রশিদি, পুরুষদের +১০০ কেজিতে আবুলফজল তোরাবি, নারীদের -৫৭ কেজিতে পারদিস আইদিভান্দি এবং নারীদের -৭০ কেজিতে দোনিয়া আঘাই সোমবার চারটি রৌপ্যপদক জিতেছেন।
পুরুষদের -৯০ কেজিতে মাসুদ গাভিবাজু এবং নারীদের -৬৩ কেজিতে তাহেরে আজারপেইভান্দ দুটি ব্রোঞ্জ জিতেছেন।
তুর্কমেনিস্তানের আশগাবাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ১২টি দেশের শতাধিক সেরা কুরাশ খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: তেহরান টাইমস