শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব কুদস দিবস ও শবে কদর

পোস্ট হয়েছে: জুন ১২, ২০২০ 

সম্পাদকীয়

সকলেই অবগত যে, ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেইনী (রহ.) কর্তৃক পবিত্র রামাযান মাসের শেষ শুক্রবারকে বিশ^ কুদ্স্ দিবস হিসেবে নামকরণ করা হয় এবং তখন থেকে প্রতি বছর বিশ^ব্যাপী এ দিনটি পালিত হয়ে আসছে। এ উদ্দেশ্যে বিশ্বের বিশেষতঃ বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বছরের একটি দিন বরাদ্দ কম হলেও অনেক গুরুত্বের দাবি রাখে। কারণ, কুদস বা বায়তুল্ মুক্বাদ্দাস্ হচ্ছে মুসলমানদের প্রথম ক্বিবলা এবং অনেক নবী-রাসূলের (‘আ.) সমাধিস্থল। তবে এ বছর পবিত্র রামাযান মাসের শেষ শুক্রবার কুদস দিবসের সাথে সাথে শবে কদর হবার সম্ভাবনাযুক্ত একটি রাতের সমন্বয় ঘটেছেÑ যা বিশ্বব্যাপী মুসলমানদের জাগরণের রাত। কারণ, সর্বশক্তিমান আল্লাহ্ তা‘আলা সূরা আল্-ক্বাদ্রে এ রাতকে হাজার মাসের তুলনায় উত্তম বলে ঘোষণা করেছেন। শবে কদর হবার সম্ভাবনাযুক্ত রাতগুলোতে তথা রামাযানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোতে মুসলমানরা ও বিশ্বের সমস্ত স্বাধীনচেতা মানুষ সারা রাত জেগে ইবাদত করে থাকে। তাই বিশ্বের মুসলমানদের আশা এই যে, মুসলমানদের এতো মূল্যবান রাতে আল্লাহ্ তা‘আলা তাদের নিয়তিতে সর্বোৎকৃষ্ট কল্যাণ দান করবেন এবং মুসলমানদের প্রথম ক্বিবলার আশু মুক্তকরণ মঞ্জুর করবেন।
এ বছরের কুদস দিবসের অনুষ্ঠান পূর্ববর্তী সমস্ত বছরের চেয়ে আলাদা এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশে^র অধিকাংশ স্থানেই এ বছর অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে কুদস্ দিবস্ পালিত হচ্ছে। এতে দেখা যায় যে, সারা বিশ্বের মুসলমানদের ঘরে বসে থাকতে হলেও এবং তাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে একমাত্র মোবাইল-ইন্টারনেট থাকলেও বায়তুল্ মুক্বাদ্দাস্ ইস্যু নিয়ে নীরব থাকতে ú্রস্তুত নয়।
শবে কদরের রাতসমূহের শুরু ও কুদস দিবসের মধ্যবর্তী সময়ের ব্যবধান এক সপ্তাহ এবং এই রাতগুলো দোয়া কবুলের রাত। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও শবে কদরের রাতগুলোতে আমাদের দোয়া, বাইতুল মুক্বাদ্দাস যেন তার মূল মালিকদের কাছে ফিরে আসে।
গোটা বিশ্ব সাক্ষী যে, এখন গাযা এলাকায় মুসলমানরা করোনাভাইরাসের মারাত্মক অবস্থার সাথে সাথে গুরুতর অর্থনৈতিক ও চিকিৎসা অবরোধের মুখোমুখি হয়েছে। নিশ্চয়ই কদরের রাতেÑযা অন্যান্য ত্রিশ হাজার রাতের চেয়ে উত্তমÑমুসলমানদের প্রার্থনা কবুল হবে এবং তারা উপনিবেশবাদীদের দুষ্ট পরিকল্পনাটিকে ব্যর্থ করতে সক্ষম হবে।
وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
‘তারা চক্রান্ত করলো এবং আল্লাহ্ও কৌশল করলেন; নিঃসন্দেহে আল্লাহ্ সর্বোত্তম কৌশলকারী।’ (সূরা আলে ‘ইম্রান্ : ৫৪)
পরিশেষে বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন : বিশ্ব যদি গণতন্ত্রে বিশ্বাসী হয় তবে তারা কেন ফিলিস্তিন ও কুদসের মালিকানার বিষয়ে জাতীয় গণভোট করতে রাযি হচ্ছে না?
আমরা নিউজলেটারের পাঠক-পাঠিকাদের সহ বিশ^ মুসলিমের উদ্দেশে শবে কদর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ও তাঁদের দোয়া কবূল হওয়ার কামনা করছি এবং বিশ^ কুদস্ দিবস উপলক্ষে কুদস্ মুক্ত করার জন্য শপথ গ্রহণের আহ্বান জানাচ্ছি।