বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব কুদস দিবসে ভাষণ দেবেন সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: মে ৪, ২০২০ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্ব আল-কুদস দিবস উপলক্ষে ভাষণ দেবেন বলে জানিয়েছেন ইরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের ইন্তিফাদা ও কুদস বিভাগের প্রধানের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ। মুসলমানদের প্রথম কিবলা আল-আকসার মুক্তি, ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা এবং জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের লক্ষ্যে  প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে বিশ্ব কুদস দিবস। সে হিসেবে এবছর আগামী ২২ মে বিশ্বব্যাপী কুদস দিবস পালিত হবে।

রোববার ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ জানান, করোনাভাইরাস মহামারির কারণে এবছর বিশ্ব কুদস দিবসে রাজধানী তেহরানে মিছিল, সমাবেশ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর কুদস দিবস উপলক্ষে আয়াতুল্লাহ খামেনেয়ী ভাষণ দেবেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে দিবসটি পালনে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। কাউন্সিল এবছরের কুদস দিবস পালনের ভিন্ন উপায় খতিয়ে দেখছে। এরমধ্যে সাইবারজগত ও সোশ্যাল মিডিয়া একটা ভালো ক্ষেত্র হতে পারে। দিবসটি পালনে প্ল্যাটফর্মটিকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

প্রতি বছর রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়। এ দিনের মিছিলে ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বব্যাপী সমর্থন জানানো হয় এবং ফিলিস্তিনে ইসরাইলি জবর-দখলের বিরোধিতা করা হয়। ১৯৭৯ সালে এই দিবস চালু করেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (র)। সেই থেকে ইরানের ইসলামী নেতৃবৃন্দ ইহুদিবাদী দখলদারদের কবল থেকে ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কিবলা আল-আকসাকে মুক্ত করতে বিশ্বব্যাপী এই দিবস পালনে নেতৃত্ব দিয়ে আসছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।