শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুদস দিবসে দ. আফ্রিকায় বক্তব্য রাখবেন ইমাম খোমেনি (রহ.)এর কন্যা

পোস্ট হয়েছে: মে ১৮, ২০২০ 

news-image

দক্ষিণ আফ্রিকায় ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক মিডিয়ায় ইংরাজি ভাষায় অনলাইনের মাধ্যমে বিশ্ব কুদস দিবস পালিত হবে। এই দিবসে ইমাম খোমেনি (রহ.)এর কন্যা বক্তৃতা পেশ করবেন।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে ফিলিস্তিনি জাতি প্রতিরক্ষা সোসাইটির সভাপতি ও ইমাম খোমেনি (রহ.)এর কন্যা জাহরা মুস্তাফাভী, ইসলামী পরামর্শক পরিষদের স্পিকারের উপদেষ্টা হুসাইন আমির আব্দুল্লাহিয়ান, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা, জোহানসবার্গের মেয়র জেফ মোখোবো, হামাস আন্দোলনের সদস্য খালেদ ঘাদুমি এবং তেহরানে ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শরীফ মূল্যবান বক্তৃতা পেশ করবেন।

এছাড়াও এই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের গভর্নর এবং আফ্রিকান জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ইব্রাহিম রসুল, লিবিয়ায় ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত হোসেইন আকবারী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ মারান্দি এবং ইংল্যান্ডের ইসলামী মানবাধিকার কমিশন মাসউদ শাজরেহ বক্তৃতা পেশ করবেন।

এই প্রোগ্রামটি ২২ ই মে দক্ষিণ আফ্রিকার সময় ২০:৩০, ইরানি সময় ২৩টা এবং বাংলাদেশের সময় রাত সাড়ে ১২ টায় Inestagram.com/sa.talk দেখা যাবে।  ইকনা।