বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব কারাতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ৫ ইরানি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০১৭ 

news-image

কারাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন (ডাব্লিউকেএফ) র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন ইরানি অ্যাথলেট সাজাদ গাঞ্জজাদেহ।  ডাব্লিউকেএফের সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিনি শীর্ষ স্থান দখল করেন। সাজাদ ছাড়াও আরও চার ইরানি কারাতে অ্যাথলেট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

কারাতে-১ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা শেষে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন তাদের সর্বশেষ এই র‌্যাঙ্কিং ঘোষণা করে। ওই টুর্নামেন্টে ৩৯৭০ পয়েন্ট অর্জন করে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে অব্যাহত ভাবে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাজাদ গাঞ্জজাদেহ (+৮৪কেজি)।  এছাড়া বাকি চার ইরানি কারাতে অ্যাথলেট নিজ নিজ বিভাগের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

কুমিতি বিভাগের শীর্ষ দশে জায়গা পাওয়া বাকি চার ইরানি কারাতে হলেন- নবম স্থান দখলকারী ফাতেমি চালাকি (-৫৫ কেজি), র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জনকারী আমির মেহদি জাদেহ (-৬০ কেজি), নবম স্থান দখলকারী বাহমান আসগারি (-৭৫ কেজি)  ও ষষ্ঠ স্থান দখলকারী জাবিহোল্লাহ পুরশাব (-৮৪ কেজি)।

এছাড়া কারাতের কাতা সেকশনের নারী বিভাগে নেগিন বাঘেরি ৩০ তম ও পুরুষ বিভাগে আবোলফাজি শাহরজারদি ৫২তম স্থান দখল করেছেন।

সূত্র: মেহের নিউজ এজেন্সি।