বিশ্ব কারাতে প্রতিযোগিতায় ইরানের চার পদক
পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০১৬

ইরানের কারাতে খেলোয়াড়রা শনিবার বিশ্ব কারাত প্রতিযোগিতায় চারটি পদক জিতেছে। ৮৪ কেজি ইভেন্টে মরোক্কোর আকরাফ কুচেনকে হারিয়ে সোনা জিতে নেন ইরানের সাজাদ গানজাদেহ।সোনা জিতে নেয়ার পর গানজাদেহ জানান, এর আগে আমি রৌপ্য পদক জিতে নেয়ার পর সোনার পদক জয়ের ইচ্ছা ছিল যা এখন পূরণ হয়েছে।
এছাড়া প্রতিযোগিতায় ইরানের জাবিউল্লাহ পুরশাব, আলিআসগর আসিয়াবারি ও মহিলাদের মধ্যে হামিদেহ আব্বাসি ব্রোঞ্জ পদক পান। ১৩৫টি দেশের ২ হাজার কারাতে খেলোয়াড় অস্ট্রিয়ার লিঞ্জ শহরে এ প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস