বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব ঐতিহ্য হওয়ার পথে আরাকের ঐতিহাসিক বাজার

পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২১ 

news-image

ইরানের কেন্দ্রীয় মারকাজি প্রদেশের আরাকে অবস্থিত ঐতিহাসিক বাজার এখন বিশ্ব ঐতিহ্য হওয়ার পথে এগিয়ে চলেছে। ঐতিহাসিক স্থানটির পক্ষে দলিলগুচ্ছ প্রস্তুত করছে ইরান। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভের জন্য এই দলিলগুচ্ছ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থায় (ইউনেসকো) দাখিল করা হবে। প্রাদেশিক পর্যটন প্রধান মোস্তাফা মারজবান এই তথ্য জানান।

তিনি বিশদভাবে বলেন, প্রতিটি দেশের বিশ্ব ঐতিহ্য তালিকায় ঐতিহাসিক স্থান ও স্থাপনা অন্তর্ভুক্ত করার কোটা রয়েছে। সে অনুযায়ী ইরান প্রতি বছর দুটি করে স্থান এই তালিকাভুক্ত করতে পারবে।

মারজবান বলেন, আরাক বাজারের ঐতিহাসিক মূল্যের কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত  হওয়ার অগ্রাধিকার রয়েছে। বাজারটির সাবেক অবস্থা ফিরিয়ে আনতে পুনরুদ্ধারের জন্য ৫০০ বিলিয়ন রিয়াল প্রয়োজন। সূত্র: তেহরান টাইমস।